শুক্রবার, ২৪ আগস্ট, ২০১২

চা শ্রমিক


যুগ যুগ ধরে অবহেলা আর লাঞ্চনার বোঝা মাথায় নিয়ে অবিশ্বাস্য জীবন যাপন করছে চা শ্রমিক জনগোষ্ঠি। ভোর না হতেই যে মানুষগুলো মাথায় ঝাঁকা নিয়ে দলবেঁধে চা বাগানে ছুটে যায়, সারাদিন পরিশ্রম করে খুপড়িতে ফেরার আগে তাদের হাতে তুলে দেয়া হয় মাত্র ৪৮ টাকা। মাসিক আয় সাকুল্যে ৪৮X ৩০= ১৪৪০ টাকা। এই আয় দিয়ে চা-বাগানের খুপড়ির মধ্যে পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে সংসার চালাতে হয় এক জন চা শ্রমিককে। সৈয়দ মুজতবা আলীর গল্পে পন্ডিত পরিবারটি লাট সাহেবের তিন ঠ্যাংঅলা কুত্তার এক ঠ্যাঙের সমান ছিল। আর আমাদের চা শ্রমিকেরা এই কয়েক যুগে ঐ কুত্তাটির একটি লোমেরও সমান হয়ে উঠতে পারেনি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন