শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

সুদেষ্ণা

আজ ১৬ই মার্চ ভাষাশহীদ সুদেষ্ণা দিবস। বাঙালি বাদে ভাষার জন্য রক্ত দিয়েছে আরেকটি জাতি - বিষ্ণুপ্রিয়া মণিপুরি। বাঙালিদের মতোই বিষ্ণুপ্রিয়া মণিপুরিদেরকে তাদের মাতৃভাষার স্বীকৃতির জন্য কঠিন সংগ্রাম করতে হয়েছে। সেই সংগ্রামে অনেক রক্ত ও প্রাণ ঝরেছে এবং সে সংগ্রাম ছিল বাংলা ভাষা আন্দোলনের চেয়েও দীর্ঘতর। মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় শিক্ষার দাবীতে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যে গত শতকের পঞ্চাশের দশক থেকে প্রায় অর্ধশত বছর ধরে সংঘটিত হয়েছে এক রক্তক্ষয়ী আন্দোলন। সেই আন্দোলনের চরম পর্যায়ে ১৯৯৬ সালের এই দিনে পুলিশের গুলিতে আত্মাহুতি দিয়েছিল সুদেষ্ণা সিংহ নামের এই বিদ্রোহী তরুণী।

পৃথিবীর সমস্ত অবহেলিত, নিপীড়িত ও ক্ষুদ্র জাতিসত্তাদের পক্ষ থেকে আজ শহীদ সুদেষ্ণার জন্য শ্রদ্ধা ও ভালবাসা। আজকের দিনে পৃথিবীর সকল রাস্ট্রকে প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দেবার জন্য আবারো দাবী জানাচ্ছি।

শহীদ সুদেষ্ণা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের ভাষা আন্দোলন নিয়ে বিস্তারিত লেখাটি পড়ুন এই লিংকে - 


http://www.somewhereinblog.net/blog/kungothangblog/29345175