শনিবার, ১২ মার্চ, ২০১১

ভূমির অধিকার বিষয়ে রা নেই কারো

 
মুল সমস্যাটা তো ভূমির অধিকার ও মালিকানা নিয়েই। দীর্ঘদিন ধরে এই দাবিই করে আসছে পাহাড় ও সমতলের জাতিসত্তাগুলো। স্বায়ত্বশাসনের ধারনাটিও এসেছে ভূমি অধিকারের প্রশ্ন থেকে। সেই ব্রিটিশ যুগ থেকে শুরু করে নানান সময়ে জারি করা রেগুলেশন, ম্যানুয়াল, আইন ও প্রকল্পের মাধ্যমে তাদের অধিকার ও অস্তিত্তকে রাষ্ট্রের প্রতিপক্ষ অবস্থানে দাড় করিয়ে রাখা হয়েছে। নানান সময়ে দাবী তুলেছে আদিবাসিরা কিন্তু কোন সরকারই সেদিকে খেয়াল রাখেনি বরং কুটকৌশল, আইনের বেড়াজালে ও বলপ্রয়োগ করে সংকুচিত করেছে তাদের জীবন জীবিকা। শান্তিচুক্তির মুলা দেখিয়ে বিদ্রোহদমন করে প্রতারনা করেছে। দমন নিপীড়ন জবরদখল উচ্ছেদ এখনও থেমে নেই। শতবর্ষ ধরে প্রাকৃতিক বনভূমিকে নিজের বলে আবাদ করে আসছে যে আদিবাসি চাষা, তার কাছে কাগজপত্র চাওয়া হচ্ছে। সেতো কখনো এগুলি দেখেনি, এগুলি ছিলও না তখন। সাংবিধানিক স্বীকৃতি ও সম্মান প্রদানেরর বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ কারণ রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সংখ্যাগুরুর মানসিকতা পরিবর্তন সম্ভব নয়। সংখ্যায় ক্ষুদ্র হওয়ার কারণে আপনি একটি জাতিকে যখন উপজাতি বলেন, তখন সেই জাতির মানুষগুলোও সবার চোখে উপ-মানুষে পরিণত হন। এসবকিছুর সমাধান যারা করতে পারে তারাই জল্লাদের ভুমিকায় অবতীর্ণ হলে আপনি আমি আলোচনা করে কি করতে পারি?