বুধবার, ৩ আগস্ট, ২০১১

সিলেটিরাই সর্বপ্রথম বাংলাকে মাতৃভাষা করার দাবী তোলে

বৃটিশ ভারতে সিলেটিরাই সর্বপ্রথম বাংলাকে মাতৃভাষা হিসাবে মর্যাদা দেয়ার দাবী জানায়। ১৯২৭ সালে আসাম প্রাদেশিক পরিষদের সদস্য সিলেটের গোলাপগঞ্জ থানার রণকেলী গ্রামের আবদুর হামিদ চৌধুরী (সোনা মিয়া) একটি মামলার আসামী দারোগার শাস্তি সম্পর্কে জানতে চেয়ে বাংলা ভাষায় প্রশ্ন করেন। মামলাটি ছিল ১৯২২ সালে গোলাপগঞ্জ থানার মাইঝভাগ গ্রামে মগফুর আলীর বাড়িতে সংঘটিত ছিন্ন কোরাণ সম্পর্কিত। জনাব সোনা মিয়ার প্রশ্নের জবাবে পরিষদের জুডিশিয়াল মেম্বার বলেন, বাংলা ভাষায় প্রশ্ন করলে এর উত্তর দেয়ার বিধান আইনে নাই। তখন সিলেটের সব সদস্য রুখে দাঁড়ান। তারা দাবী জানান মাতৃভাষায় কথা বলা মানুষের জন্মগত অধিকার। সিলেট বিভাগ সেসময় আসাম প্রাদেশিক পরিষদের অংশ ছিল। একই বছর (১৯২৭ সালে) সরকার বাংলা ভাষাকে আসাম প্রাদেশিক পরিষদের ভাষা হিসেবে যুক্ত করেন ।


তথ্যসূত্র: বাংলাপিডিয়া(২০০৬), সিলেট বিভাগ পরিচিতি (২০০১), মণিপুরি থিয়েটারের পত্রিকা (২০০৭)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন